Friday, February 27, 2015

সেদিন আকাশ মেঘলা ছিল

আচ্ছা, বলতো--
সেদিন কি আকাশ খুব মেঘলা ছিল ?
আঁধার ঘন- কালো হয়ে আসা- সময়ে
ছিল বুঝি খুব ঘরে ফেরার তাড়া ?
ভরা নদীর বুকের উথাল- পাথাল
তোলপাড় খাওয়া ঢেউ আছড়ে পড়েছিলো;
আমারও বুকে।
ঠিক অমনই আলোড়ন তুলে।
বাতাসে উড়ছিল এলোমেলো হয়ে যাওয়া চুল
শুকনো পাতা, ছেঁড়া কাগজ-- পলিথিন
আরও কত কি !
শান্ত পৃথিবী সহসা কেমন অস্থির, চঞ্চল
হয়ে উঠেছিলো
ঠিক আমারই মত--
বাতাসে ছিল বুনো ফুলের সুবাস,
একটু অন্য রকম,
ঠিক যেন মাতাল হাওয়া।
সেই অন্যরকম গন্ধের সুরভি
বুকে মেখে,
কেমন জানি
অন্যরকম হয়েছিলাম আমিও।।

No comments:

Post a Comment