Wednesday, March 4, 2015

ভ্রমণ

তোমার মধ্যে আমি পেয়েছি আমার গন্তব্য
এখন আর আমার কোন তাড়া নেই ।
আমার মন তোমার আকাশে
এখন ঐ ধ্রুব তারাটির মত স্থির ।
আমার ভালবাসার সাম্পান
সাত সমুদ্র পেরিয়ে, অষ্টম সমুদ্রের টানে
রবীন্দ্রনাথের গানের মত ধীর শান্ত লয়ে
এখন এগিয়ে চলেছে অনন্তের পথে ।
তার মধ্যে আর তীর দখলের তাড়া নেই ,
আর তার ভয় নেই কিছু হারাবার ।
এইতো শুরু হল আমার যথার্থ ভ্রমণ ।
এ পথ যত দীর্ঘ হয় , আমি খুশী ।